রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি।১ জন নিহত

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ রিপোর্টঃ বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে কক্সবাজারের উখিয়ার বালুখালী ২ নং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সেলিম উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। এপিনিএনের তথ্য থেকে জানা যায়, আসরা ও মুন্না গ্রুপের গুলাগুলিতে আরসার এক সদস্য নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।