খেলা ডেস্ক:
এক দিন আগেই ছিল আর্জেন্টিনা ও ইতালির ম্যাচ। ফিনালিসিমা শেষ পর্যন্ত জিতেছে আর্জেন্টিনা। পরের দিন ব্রাজিলের ম্যাচের দিকে সবার নজর ছিল বেশ। যদিও ম্যাচটি ছিল ফ্রেন্ডলি। সেই ম্যাচে নেইমারের জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে সেলেকাওরা। ব্রাজিল জিতেছে ৫-১ গোলের ব্যবধানে।
দলের হয়ে পেনাল্টিতে দুটি গোল করেন নেইমার। অপর তিন গোল এসেছে রিচার্লিসন, নেইমারের পরিবর্তে মাঠে নামা কৌতিনহো এবং রাফিনহার পরিবর্তে মাঠে নামা গ্যাব্রিয়েল হেসুসের পা থেকে।
সপ্তম মিনিটে রিচার্লিসনের গোলের পর ৩১তম মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরে হাং উই জু’র গোলে।
৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারো ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ৫৭ মিনিটে আবারো পেনাল্টি। এবারো স্পট কিক নেন নেইমার। ৮০ মিনিটে নেইমারের পরিবর্তে নামা কৌতিনহো করেন চতুর্থ গোল। অতিরিক্ত সময়ে শেষ গোলটি করেন হেসুস।