নরসিংদীতে ৪ বছর ধরে শিকলে বাঁধা মেধাবী ছাত্র কাসেম

আল আমিন মুন্সী (নরসিংদী):

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের তারা মিয়ার ছেলে আবুল কাসেম। ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাস করে সে। বাবার স্বপ্ন ছিলো ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে । কিন্তু কলেজে ভর্তির হওয়ার পর থেকেই সে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পরতে শুরু করে।

বর্তমানে চার বছর যাবৎ এই আম গাছেই শিকলে বন্দী রয়েছে কাসেম। পরনে নোংরা লুঙ্গি, অনিদ্রা- অনাহারে কাটে দিন রাত। তার বন্ধুত্ব ও স্থায়ী বসবাস যেন এই আম গাছটিই। প্রখর সূর্য তাপ, প্রবল ঝড়বৃষ্টি ও শীতের মধ্যে এখানেই থাকতে হয় তাকে।

কাসেমের বড় ভাই একটি বেসরকারি স্কুলের শিক্ষক এবং বাকিরা সবাই প্রতিষ্ঠিত তারপরও তাকে চিকিৎসা করাবার মতো টাকা নেই কারো কাছে।

স্থানীয়রা বলছেন,  যদি সরকারি ভাবে তাকে চিকিৎসা করানো হতো তাহলে হয়তো অনেকটাই সুস্থ্য হয়ে উঠতো কাসেম।

এ বিষয়ে পিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার বলেন, চিকিৎসা  পেলে কাসেম আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।