চলে গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল

আলোকিত স্বদেশ ডেস্ক:

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার বিকেলে সব লড়াইয়ের ঊর্ধ্বে উঠে গেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

মঙ্গলবার বিকেল ৫টায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রুবেলের ঘনিষ্ঠ বন্ধু মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

আজ বাসাতেই ছিলেন তিনি। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।