ইন্দোনেশিয়ার রাজধানী পরিবর্তন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে ওঠছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই নিজেদের রাজধানীই সরিয়ে ফেলছে এশিয়ার এ দেশটি। নতুন রাজধানী হিসেবে তারা বেছে নিয়েছে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে।

বোরেনো দ্বীপের নামও বদলে ফেলা হয়েছে। এখন থেকে এই দ্বীপটির নাম হবে নুসানতারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোই নতুন রাজধানীর নাম ঠিক করেছেন।

এই স্থানটি বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে।নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য দ্বীপটিতে ৩২.৫ বিলিয়ন ডলার খরচ করবে দেশটি। মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এক যুগ সময় লাগতে পারে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদে রাজধানী স্থানান্তরের বিল পাশ হয়। ফলে এখন প্রেসিডেন্টের সামনে নতুন করে একটি রাজধানী তৈরি করার পথে আর কোনো বাধা থাকল না। ২০১৯ সালে রাজধানী বদলে ফেলার উদ্যোগ নেন প্রেসিডেন্ট।