ত্বকের যত্নে সরিষার তেলের ব্যবহার

Oil of mustard in a small jar and yellow and black mustard seeds on an old wooden table in rustic style, selective focus

লাইফস্টাইল ডেস্ক:

শীতের এই শুষ্কতার সময় ত্বক ভালো রাখতে সরিষার তেল ব্যবহার করতে পারেন। নানাভাবে এটি ত্বকের সুস্থতায় ভূমিকা রাখে। জেনে নিন ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহারের কিছু পদ্ধতি সম্পর্কে।

বলিরেখা দূর করতে

সরিষার তেল কুসুম গরম করে ত্বকে ম্যাসাজ করুন চক্রাকারে। এরপর পাতলা সুতি কাপড় ভিজিয়ে মুছে ফেলুন।

রোদে পোড়া দাগ দূর করতে

ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সরিষার তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের কালচে দাগ দূর করতে

১০০ চা চামচ বেসনের সঙ্গে ২ চা চামচ টক দই ও আধা চা চামচ সরিষার তেল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।