ধামরাই (ঢাকা) থেকে :
ঢাকা জেলার কৃষি অধ্যুষিত ধামরাই উপজেলায় চলমান কৃষি মৌসুমে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠ যেনো হলুদ সরষে ফুলের বাগান। দেখে মনে হয় কেউ যে নো সবুজ ফসলের মাঠে হলুদ চাদর বিছিয়ে রেখেছে।
অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি ফসল হিসেব সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ অঞ্চলে। বৈরী আবহাওয়ার মধ্যেও এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষা খেত থেকে মৌ চাষ করে মধু আহরণের মাধ্যমে বাড়তি আয়ের পাশাপাশি ফসল ফলাতে সহায়তা পাচ্ছে কৃষক।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাষ হয়েছে সরিষা। শীতের সকালে শিশিরে ভেজা মাঠে সরিষা ফুলের হলুদ ফুলগুলোর অমোঘ ঘ্রাণে প্রাণ জুড়িয়ে যায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। আর চোখ ধাঁধানো রূপ মন কেড়ে নেয় পথিকের।
চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরিষার চাষাবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে সরেজমিনে দেখা যায়, উপজেলার আমতা, কুশুরা, গাংগুটিয়া, সূতিপাড়া, ভাড়ারিয়া, ধামরাই, বালিয়া, নান্নার, কুল্লা, যাদবপুর, সূয়াপুর, সানোড়া, চৌহাট, বাইশাকান্দা, সোমভাগ এবং রোয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরিষা চাষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ সবুজ ফসলের মাঠে এখন হলুদ ফুলে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। ঐসব জমিতে সবুজ সরিষা গাছগুলো হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
কৃষক মো. বাবুল হোসেন বলেন, তিনি ৭ বিঘা জমিতে টরি-১ বারি সরিষা ও রাইসরিষা জাতের সরিষা চাষ করেছেন। তার জমিতে যেভাবে সরিষা গাছগুলো লকলকিয়ে বেড়ে উঠেছে এবং হলুদ ফুলে ছেয়ে গেছে তাতে তিনি ভালো ফলন পাবেন বলে আশা করছেন।
উপজেলার সানোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আ. রাজ্জাক বলেন, বিঘা প্রতি জমিতে সাতমণ সরিষা উৎপাদন হলেও সব খরচ বাদ দিয়ে এবার আমরা লাভবান হবো। অন্য ফসলের চেয়ে সরিষা চাষ বেশি লাভজনক।