সাবেক এমপি রুবিনা ও তাঁর স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং তাঁর স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক রাসেদুল ইসলাম এই নথিগুলো জব্দের আবেদন জানিয়েছিলেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রুবিনা আক্তার ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তাঁর নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই বিপুল অর্থ অবৈধভাবে হস্তান্তর ও রূপান্তরের অভিযোগে গত বছরের ১৪ মে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

রুবিনা আক্তারের স্বামী মোশাররফ হোসেন সরদারের বিষয়ে বলা হয়েছে, তাঁরা একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর ব্যাংক হিসাবেও ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক আদালতে জানায়, এই দম্পতি আয়কর দাতা হওয়ায় তাঁদের আয়কর রিটার্নের শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত মূল কপি ও আনুষঙ্গিক রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন। আদালত উভয় আবেদনের শুনানি শেষে কর অঞ্চলগুলো থেকে এই রেকর্ডপত্রগুলো জব্দের নির্দেশ দেন।

লামিয়া আক্তার