মধুপুর বনের সুফল প্রকল্প শুরু

আলোকিত স্বদেশ,  মধুপুর প্রতিনিধি:

মধুপুর বনের হারানো ঐতহ্যি ও জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে শাল বনরে সাথে মানানসই বিভিন্নি দেশী বৃক্ষ রোপণ র্কাযক্রম শুরু করছেে বন বিভাগ

জীব বৈচিত্র সংরক্ষণ, বন্য প্রাণীর খাদ্যরে সংস্থান, পশু- পাখির নিরাপদ আবাসস্থলরে  টেকসই বনের জন্য বেত ও ভেষজ বৃক্ষের সমন্বয়ে বাগান করা হচ্ছ।  টেকসই বন ও জীবিকার জন্য সুফল প্রকল্পের এ বনায়ন র্কাযক্রম মধুপুর শাল বনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লষ্টিরা।

বন বিভাগ সুত্রে জানা যায়- টাংগাইল বন বিভাগের মধুপুর দোখলা রঞ্জেরে অরনখোলা মৌজায় সুফল প্রকল্পরে মাধ্যমে ১ শত হক্টের জায়গা জুড়ে নানা প্রজাতির দেশীয় ফলজ ও ৫০ হেক্টর জায়গায় বেত বাগান করা হয়েছে  জবর দখল রোধ , জীব বৈচিত্র্য সংরক্ষণ, বন্য প্রাণীদরে খাদ্যরে সংস্থান,  নিরাপদ আবাসস্থল এবং বনের মধ্যে বেড়া হিসেবে বেত গাছ রোপণ ও ভেষজ গাছের সমন্বয়ে এই ( সুফল)বাগান করা হয়ছে।বনের ঐতহ্যি ফেরাতে এবং পশু- পাখির খাদ্যের জন্য দেশি প্রজাতির লটকন, ডউেয়া, জলপাই, গোলাপজাম,  তিতিজাম, ঢাকি জাম, কালোজাম, আমলকি কাঠবাদাম, তেতুল, চাপলশি, বহড়ো, পয়োরা, গাদলিা, নওেউর, গাব, আতা ফল, জামরুল , চালতা ইত্যাদি বৃক্ষরে চারা রোপণ করা হয়ছে। সৃজতি বাগানের গাছে ইতিমধ্যে ফুল ও ফল আসতে শুরু করেছে।  ফুল ও ফলে বাগান সমৃদ্ধ হলে বন্য পশু- পাখরি খাদ্যরে সংস্থান হবে।

দোখলা রেঞ্জের র্কমর্কতা আব্দুল আহাদ জানান- সুফল প্রকল্পরে আওতায় দোখলা রেঞ্জে ১ শত হক্টের জায়গা জুড়ে ফলজ ও ৫০ হক্টের জায়গায় বেত বাগান সৃজন করা হয়েছে।