ইউপি চেয়ারম্যান প্রার্থী  আমজাদ মোল্লার  নির্বাচনী  পথসভা

মো. সাইফুল ইসলাম ,ধামরাই (ঢাকা) থেকে:

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শিগগিরই।  নির্বাচনকে ঘিরে ইউনিয়নে শুরু হয়েছে সাজ সাজ রব ও ঈদ উৎসবের মতো, প্রার্থীরা দিনরাত ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি।

চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি হতে চাওয়া  মো. আমজাদ মোল্লা   সাধারণ মানুষের মন জয় করে নির্বাচনের নৌকার  দৌড়ে এগিয়ে রয়েছে।

করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো, খাদ্য সামগ্রী, মাস্ক বিতরণ, চিকিৎসা সেবা সহয়তা, শিক্ষা সংস্কৃতিতে ও খেলাধুলায় সবার পাশে থেকেছেন তিনি।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নির্বাচন বন্ধ থাকার কারণে প্রচারণা থেকে সরে এসেছিলেন প্রার্থীরা নতুন করে  নির্বাচনের ঘোষণার পর আবারও সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা। করছেন উঠান বৈঠক, হাট-বাজারের চায়ের দোকানগুলোতে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনের। এখন পর্যন্ত প্রতিদ্বন্ধিতা করবেন এমন কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে নৌকার প্রার্থী হিসেবে মো. আমজাদ মোল্লা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই  উপজেলার গাংগুটিয়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথসভা করেছেন  গাংগুটিয়া ইউনিয়ন  আওয়ামী লীগের সাবেক সাধারণ  সম্পাদক  মো. আমজাদ মোল্লা  ।

২০শে সেপ্টেম্বর  সোমবার  বিকাল থেকে সন্ধায়  উপজেলার গাংগুটিয়া  ইউনিয়নের  নালাই , গাংগুটিয়া , কাওয়ালীপাড়া বাজারে  মো. আমজাদ মোল্লার  প্রথম নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথসভা  করেন।

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে নৌকার পদপ্রার্থী মো. আমজাদ মোল্লা বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের  দিক নির্দেশনায় নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমাকে নৌকা মার্কা দিলে জনগণের বিপুল ভোটে জয়লাভ করে এ ইউনিয়নকে নৌকা উপহার দিতে পারব। আমি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে গাংগুটিয়া  ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি ,জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের জন্য আমার নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তত।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো ।