নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মাধবদী পৌরসভার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব লোকমান হোসেন প্রধান এর ২০তম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে সোমবার সকালে মাধবদী পৌরসভার আওয়ামী লীগের আয়োজনে কুরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম লোকমান হোসেন প্রধান এর বড় ছেলে মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মরহুমের ছোট ছেলে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি) মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন আহমেদ, সহ সভাপতি মনোরঞ্জন ধর, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফেজ (ভিপি), মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস, মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, মোঃ মনিরুজ্জামান, মোঃ হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, গৌতম ঘোষ, নওশের আলী, বাবুল ভূঁইয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান সহ প্রমুখ।