ধামরাই (ঢাকা) থেকে:
ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সার্বজনীন মহাশ্মশানের জমি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। অবৈধ দখল চেষ্টার ঘটনায় সার্বজনীন মহাশসানের সাধারণ সম্পাদক গুকুল চন্দ্র পাল বাদী হয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সার্বজনীন মহাশ্মশানের জমি অবৈধ দখলের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
সার্বজনীন মহাশ্মশানের সাধারণ সম্পাদক গুকুল চন্দ্র পাল বলেন, মহাশ্মশানের জমি অবৈধভাবে জবর দখলের অপচেষ্টাসহ আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে সঞ্জয় কুমার বসাক। মহাশ্মশানটি অবৈধ দখল মুক্ত রাখার জন্যই কয়েকশত নারী পুরুষ মিলে এই মানববন্ধন করা হয়।
অভিযুক্ত সঞ্জয় কুমার বসাক বলেন, এই জায়গা আমরা ব্রিটিশ আমল থেকে ভোগদখল করে আসছি। ওরা ভুয়া কাগজ (জাল দলিল) বানিয়ে শ্মশানের জায়গা বলে দাবী করতেছে। যেহেতু মন্দির কমিটি এই জমিটি শ্মশানের বলে দাবী করেছেন তাহলে কাগজপত্র নিয়ে বসুক। কাগজে যার টিকবে সেই হবে জমির মালিক।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শ্মশানের জমির বিষয় নিয়ে বেলীশ্বর গ্রামের মন্দির কমিটির লোকজন এসেছিলো। যেহেতু জমিজমার ব্যাপার তাই আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।