করোনায় মৃত ব্যক্তির  স্বজনদের আর্থিক সহায়তা প্রদান 

যশোরে করোনায় মৃত দেড়শো মৃত ব্যক্তির  স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
যশোরে করোনা মহামারিতে মৃত দেড়শো মৃত ব্যক্তির  স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৮ আগষ্ট সোনালী ব্যাংক ও এনসিসি ব্যাংকের সৌজন্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা দেয়া হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এ অর্থ সহায়তা হস্তান্তর করেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানের বক্তৃতায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কেমন আছেন তা জানতেই এই উদ্যোগ নেয়া হয়েছে ৷ আমরা তাদের পাশে আছি ৷ তাদের প্রতি আমাদের সহায়তার হাত সব সময়ই সম্প্রসারিত থাকবে ৷ ভবিষ্যতেও আমরা সব ধরণের সহযোগিতা অব্যহত রাখবো ৷
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, করোনায় সরাসরি ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণের জন্য সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সোনালী ব্যাংক সাড়ে ছয় লাখ টাকা ও এনসিসি ব্যাংক পাঁচ লাখ টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছিলো ৷ সেই অর্থ যশোরের একশো রিকশা ও ইজিবাইক চালক, পঞ্চাশজন জুতার কারিগরসহ করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে ৷ সোনালী ব্যাংকের অর্থে প্রত্যেক ব্যক্তিকে দুই হাজার টাকা করে নগদ দেয়া হয়েছে ৷ এছাড়াও সোনালী ব্যাংকের অর্থের সাথে আরো দুই হাজার টাকা যুক্ত করে মোট চার হাজার টাকা করোনায় মৃত ব্যক্তির পরিবারকে দেয়া হলো ৷
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, সোনালী ব্যাংক কালেক্টরেট ভবন শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।