২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের মানববন্ধন ও মিছিল :
“””””””””””””””””””””””””””””””””””””””””””””
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর ও বিজয় স্মরণীতে বিএনপির গাড়ি ভাঙ্গার প্রতিবাদে ফার্মগেটে মানববন্ধন ও মিছিল করে ঢাকা মহানগর যুবলীগ উত্তর। ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি নামের জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সারা দেশের ৫০০ পয়েন্টে বোমা হামলা করে জেএমবি। সেদিন বোমা হামলায় দু’জন নিহত এবং কমপক্ষে ১০৪ জন আহত হন। ঐ বোমা হামলার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। বেলা ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে যুবলীগ চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। মিছিল পূর্ব পথসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল, নির্বাহী সদস্য আবদুল বাতেনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক। বক্তারা বলেন বিএনপি জামাত জোট সব সময় উগ্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) বিজয় স্মরণীতে বিএনপি নেতাকর্মিরা গাড়ি ভাঙ্গচুর করেছে। বক্তারা আরও বলেন বিএনপি জামাত জোট যদি এমন ধ্বংসাত্বক কর্মকান্ড না থামায় তাহলে যুবলীগই তাদের জবাব দেয়ার জন্য যথেষ্ট। রাষ্ট্র নায়ক শেখ হাসিনার গতিশীল বাংলাদেশের গতি ধরে রাখতে পরশ-নিখিলের নেতৃত্বে যুবলীগ সবসময় সজাগ রয়েছে।
পরে একটি মিছিল সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।