প্রভাসের সামনে ফেল শাহরুখ ম্যাজিক!

প্রভাস ম্যাজিকের সামনে মুখ থুবড়ে পড়ল শাহরুখ খানের ডাঙ্কি। দুইদিনে মাত্র ৫০ কোটি আয়, অন্যদিকে প্রথমদিনই ১০০ কোটি ছুঁইছুঁই ‘সালার পার্ট ১’।
ছবি মুক্তির আগে অনেকেই বাজি ধরেছিলেন শাহরুখ খান ও রাজু হিরানির জুটির উপর। তবে একদিনের মধ্যেই খেলা ঘুরে গেল! ‘বাহুবলী’র পর লাগাতার ব্যর্থতায় জর্জরিত প্রভাস বছর শেষে মেগা কামব্যাক করলেন। আগাম টিকিট বুকিং-এ আগেই শাহরুখের ‘ডাঙ্কি’কে মাত দিয়েছিল প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। এবার প্রথম দিনের কালেকশনের নিরিখে শাহরুখের ছবিকে উড়িয়ে দিলেন প্রভাস।
বক্স অফিসে সরাসরি ক্ল্যাশ এড়াতে একদিন আগেই মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। কিন্তু ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে হেঁটে বক্স অফিসে সুনামি আনতে ব্যর্থ এই ছবি। বৃহস্পতিবার সারা দেশে ‘ডাঙ্কি’র কালেকশন মাত্র ৩০ কোটি রুপি, বিশ্ব বক্স অফিস মেলালে টাকার অঙ্কটা ৫৮ কোটি। ওদিকে কেবলমাত্র ভারতের বক্স অফিসই মুক্তির দিন ‘সালার’-এর কালেকশন দাঁড়াবে ৯৫ কোটির আশেপাশে, বলছে বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট। অন্যদিকে গ্লোবাল বক্স অফিসে ছবির গ্রস আয় হতে চলেছে ১৭৫ কোটি। অর্থাৎ প্রথমদিনের কালেকশনের বিচারে ‘ডাঙ্কি’র চেয়ে অনেকটা এগিয়ে সালার।
প্রথম দিন আয়ের হিসাবে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনার হতে চলেছে ‘সালার’। ‘জওয়ান’ শাহরুখের থেকে তাজ ছিনিয়ে নিলেন প্রভাস। এতদিন পর্যন্ত প্রথম দিন ভারতের বক্স অফিসে ৬৫ কোটির ব্যবসা করে এক নম্বরে ছিল জওয়ান।