মধ্যপ্রাচ্যকে পালটে দেবার হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরাইলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে পালটে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৯ অক্টোবর)  দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মেয়রদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেছেন। খবর বিবিসির।

স্থানীয় মেয়র ও জনগণের সামনে দেওয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, আমি আপনাদের ধৈর্যের সঙ্গে নিজেদের অবস্থানে অবিচল থাকার অনুরোধ করছি। কারণ আমরা মধ্যপ্রাচ্যকেই বদলে দিতে যাচ্ছি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা এখন সমঝোতা করতে পারব না।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে তার সফর সম্পর্কে বিস্তারিত কিছু তুলে ধরা হয়নি। তবে বলা হয়েছে, তিনি স্থানীয় কাউন্সিল প্রধানদের বলেছেন, হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। এ তো কেবল শুরু…আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং শক্তি, বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব।

গত শনিবার ভোরে গাজা থেকে ইসরাইলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা শুরু করে হামাস। এই হামলায় একদিনেই সাতশর বেশি ইসরাইলি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

এরপর ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় তিন হাজার নারী-পুরুষ-শিশু আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে এ তথ্য জানিয়েছে। অব্যাহত হামলায় গাজার সড়কগুলো সব নষ্ট হয়ে গেছে, যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ , শহরের বাতাসে কেবল ধূলা আর বারুদের গন্ধ।