নেতার বাবার মৃত্যুবার্ষিকীতে এসে আটক শ্রমিক দলের নেতাকর্মীরা

সংগৃহীত

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুরে এক শ্রমিক দল নেতার বাবার মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে গিয়ে পল্লবী থানা শ্রমিক দলের ৪৫ নেতাকর্মী আটক হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পল্লবীর ১২ নম্বরের সি-ব্লক থেকে পুলিশ তাদের আটক করে।

স্থানীয় শ্রমিক দল সূত্রে জানা গেছে, পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামত আলী বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এতে পল্লবী থানা শ্রমিক দলের সদস্য সচিব সাফায়েত হোসেন সোহেলসহ স্থানীয় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া শেষে একটি কক্ষ থেকে শ্রমিক দলের ৪৫ নেতাকর্মীকে আটক করা হয়।

সরেজমিন রাত ১০টায় পল্লবী থানার সামনে গিয়ে দেখা গেছে, আটক শ্রমিক দলের নেতাকর্মীদের স্বজনরা জটলা বেঁধে বসে আছেন। তাদের মধ্যে অনেকে জানান, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে তাদের ধরে আনা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে।

পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কামাল বলেন, আজ নিয়ামতের বাবার মৃত্যুবার্ষিকী ছিল। এতে পল্লবী থানা শ্রমিক দলের বিভিন্ন সারির নেতাসহ গার্মেন্ট শ্রমিক, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, হেলপার, রিকসাচালক, কাঠমিস্ত্রিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর অনুষ্ঠানের একটি রুম থেকে খিচুরি খাওয়ার সময় ৪৫ জনকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, শ্রমিক দল নেতা নিয়ামত আলীর বাবার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল থেকে শ্রমিক দলের ৪৫ জনকে পুলিশ আটক করেছে।

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আটকের এ ঘটনায় যাচাই-বাছাই চলছে। যাচাই-বাচাই শেষে বিস্তারিত জানানো হবে।