ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রুসহ ১৪ জন নিহত হয়েছেন। বৈরি আবহাওয়ায় পর্যটন শহর বার্সেলোসে অবতরণের সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা জানান, তীব্র বৃষ্টির মধ্যে পাইলট বিমানটিকে অবতরণের চেষ্টা করছিলেন। এ সময় ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় বিমানটি। দুর্ঘটনায় ১২ যাত্রীসহ ২ ক্রু নিহত হয়েছেন। নিহত সবাই ব্রাজিলের নাগরিক।

রাজ্যের গভর্নর উইলসন লিমা এক্স-এ লেখেন, ‘আমাদের কর্মীরা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য দুর্ঘটনার মুহূর্ত থেকেই মাঠে রয়েছে।’

বিমানটি প্রায় ৯০ মিনিটের ফ্লাইটে রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ব্রাজিলের বিমান বাহিনী ও পুলিশ।

সূত্র: এনডিটিভি