শাহবাগ থানায় মামলার আবেদন বিএনপি সমর্থক আইনজীবীদের

নারী আইনজীবীকে মারধর ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ ২২ জন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীর নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে।

তাদের সঙ্গে থানার ওসি ও ওসি তদন্ত কথা বলেছেন। তাদের এফআইআরের কপি রেখে দিয়েছেন। তবে মামলা গ্রহণের বিষয়ে কিছু বলেননি।

এর আগে সুপ্রিমকোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে স্লোগান-পালটা স্লোগান ও একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান দেন- এ রায় মানি না, ফরমায়েশি রায় মানি না। সরকারের পতন নিয়ে অবৈধ সরকার মানি না, মানবো না…।

এ সময় আওয়ামীপন্থি আইনজীবীরাও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনে) সামনে অবস্থান নেন। এরই একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা প্রথমে ঠেলাঠেলি শুরু করেন। এরপর ধাক্কাধাক্কিতে লিপ্ত হন দুপক্ষই।