আলোকিত রিপোর্ট:
আগামী ২০ অক্টোবর (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশে কোথাও হিজরি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই কারণে ৯ অক্টোবর (শনিবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসাবে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।