ফুলছড়িতে ব্যবসায়ী নিখোঁজে স্বজনদের আহাজারী

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলায়মান সরকার (৫৪) নামের এক চাতাল ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। এ ঘটনার ৩ দিন অতিবাহীত হলেও এখনও সন্ধান মেলেনি তার। এরই মধ্যে সোলায়মানের বাড়িতে চলছে কান্নার রোল। ইতোমধ্যে স্বজনদের আহাজারীতে যেন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠেছে। সরেজমিনে রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের বুড়াইল গ্রামে দেখা যায়, নিখোঁজ সোলায়মানের খোঁজ পেতে নানা দিক ছুটাছুটি করছে স্বজনরা।

\জানা যায়, ওই গ্রামের মুনছুর আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান সরকার গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর বেলায় ফজরের নামায আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়। এরপর বেলা বাড়লেও বাড়িতে ফিরে আসেনি তিনি। একপর্যায়ে স্বজনরা মসজিদ মুসল্লিদের সঙ্গে কথা বলে জানতে পারেন ফজরের সময় সোলায়মান নামায পড়তে আসেনি। এতে করে বাড়ির লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়। শুরু হয় সম্ভাব্য স্থানগুলো খোঁজাখুঁজি। কিন্তু কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি তার। বাধ্য হয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) তার ভাই আব্দুর রউফ মিয়া ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এসব তথ্য নিশ্চিত করে নিখোঁজ সোলায়মান সরকারের ছোট ভাই আব্দুর রউফ মিয়া বলেন, এ পর্যন্ত ৩ দিন অতিবাহীত হলেও আমার ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করছি।
উদাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হইবর রহমান হবি বলেন, সোলায়ামন ভাই অত্যান্ত একজন ভালো মানুষ। তিনি কীভাবে নিখোঁজ হলেন সেই রহস্য খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, সোলায়মান সরকার নামের এক ব্যক্তিকে নিখোঁজ দেখিয়ে তার স্বজনরা একটি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।