সম্মাননা পেলেন চট্টগ্রাম বিভাগের ৫ শ্রেষ্ঠ জয়িতা

আলোকিত স্বদেশ রিপোর্ট:

শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিভাগের পাঁচজন আত্মপ্রত্যয়ী ও সংগ্রামী নারী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকার ইস্কাটন গার্ডেনের মহিলা ও শিশু বিষায়ক অধিদফতরের সভাকক্ষে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জয়িতার মাধ্যমে আমরা নারীদের স্বীকৃতি দিয়ে আসছি। আজ যেসব নারীরা সম্মাননা পেলেন তাদের আমি অভিনন্দন জানাই।

নারী নির্যাতন ও বাল্য বিয়ের বিষয় উল্লেখ করে তিনি  বলেন, আবহমান কাল থেকেই নারীরা শোষণ ও বৈষম্যের স্বীকার হয়ে আসছে। আমরা নারী নির্যাতন প্রতিরোধ করতে ও বাল্য বিয়ে বন্ধ করতে কাজ করে যাচ্ছি। বাল্য বিয়ে ও যৌতুকের সমস্যা এখন অনেক কমে আসছে। আমরা নারী ও শিশুদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এ দেশে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন করেন। দেশ স্বাধীনের পর তিনি নির্যাতিত নারীদের চিকিৎসা ও তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, জয়িতাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীবান্ধব বিপণীকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দেশে আজ ক্ষুদ্র ব্যবসা ও অনলাইন ভিত্তিক ই-কমার্সের জয়জায়কার। তার পেছনে রয়েছে জয়িতা কার্যক্রম ও ডিজিটাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান। তথ্য প্রযুক্তি সুবিধার কারণে নারী উদ্যোক্তারা সহজে ব্যবসা শুরু করতে পারছে। আজ দেশের শতকরা ৮০ ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা।

চট্টগ্রাম বিভাগের ৫ শ্রেষ্ঠ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাছরিন সোলতানা জেরিন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারি সপ্তর্ষি চাকমা, সফল জননী ইন্দিরা দেবী চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা লায়লা আকতার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মনোয়ারা পারভীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহাপরিচালক ফরিদা পারভীন, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়  (চট্টগ্রাম মেট্রোপলিটন  পুলিশ)  ,  জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান (চট্টগ্রাম) সহ বিভগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.. মো. আমিনুর রহমান ( এডিসি, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম) অনুষ্ঠনে নির্বাচিত জয়িতাদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।