দক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক ;

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শুধু দেশেই নন, বহির্বিশ্বেও শেখ হাসিনা অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধুকন্যা হওয়া সত্ত্বেও তার চলার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে সপরিবারে খুন হন। শহীদ হন মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ অনেক আপনজন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। মা, বাবা, ভাইসহ আপনজনদের হারানোর বেদনা বুকে ধারণ করে তাদের পরবর্তী ছয় বছর লন্ডন ও দিল্লিতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটাতে হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলাসহ বহুবার তার ওপর হামলা হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতই প্রতিবার তাকে এসব বিপদ থেকে রক্ষা করেছে।
এদিকে আওয়ামী রাজনৈতিক নেতা কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বলছেন, প্রতিনিয়ত বদলে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নের মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে । অত্যাধুনিক তৃতীয় টার্মিনালে বদলে যাচ্ছে বিমানবন্দর। কিছুদিনের মধ্যেই উৎপাদনে যাবে বড় তাপবিদ্যুৎকেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও দৃশ্যমান। শিগগির নদীর তলদেশের টানেল দিয়ে চলবে গাড়ি। এমন হাজারো স্বপ্নের কথা শোনায় বাংলাদেশ। আমাদের দেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।