সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে একমাত্র নেতা শেখ হাসিনা। আর সবাই কর্মী। আর এটা মনে চেতনায় ধারণ করতে পারলে আওয়ামী লীগ সত্তিকার অর্থে সুসংগঠিত ও সু-শৃংখল দল হবে। আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ ও আধুনিক দল হবে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন আর অর্জন যদি চান শেখ হাসিনার সৎ ও দক্ষ নের্তৃত্বের বিকল্প নেই।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) ইউক্রেন-রাশিয়াসহ বিভিন্ন দেশে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির জন্য আবেদন করেছেন। তার শান্তি প্রতিষ্ঠার বক্তৃতা বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। তার কণ্ঠস্বর বাংলাদেশকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নতুন কৌশল নিয়েছে, তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়।
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন- সরকারের নাকি বিদায়ী সাইরেন বাজছে। কিন্তু বিগত ১৪ বছর ধরে তারা এ সাইরেন বাজানোর কথা বলে চলেছেন। ইনশআল্লাহ সাইরেন বাজবে না।
সবাইকে সাবধান ও সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আক্রমণকারি নয়, সংযমী হয়ে থাকতে হবে। মিটিং মিছিলে সংযত হয়ে কথা বলতে হবে। রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি। ভোট বেশি দূরে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। পরে স্বাগত বক্তব্য দেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম।