সংসদে বাজেট প্রস্তাব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১২৮১ কোটি ৬৩ লাখ টাকা

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ ডেস্কঃ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থ বছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে মোট ১২৮১ কোটি ৬৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন।

গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট এর পরিমান ছিল ১২৬৪ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা। এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৭ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকা বেশি।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত বাজেট উত্থাপনের সময় তার বক্তব্যের তথ্য অনুযায়ী, ‘সরকার ক্রীড়ার মানোন্নয়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো নির্মান ও উন্নয়ন করে আসছে। ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প।

এ সময় মন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারকে সাধুবাদ জানান।

আজ প্রস্তাবিত ১২৮১ কোটি ৬৩ লাখ টাকা বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ৪০৫ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ৮৭৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৪৫৯ কোটি ১৭ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৮০৪ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা।