আলোকিত স্বদেশ রিপোর্টঃ
দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা আজ শেষ হচ্ছে। এর আগে শনিবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।
এ সময় নিবন্ধনহীন ও বৈধ কাগজপত্র না থাকায় শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
আকস্মিক এ অভিযানে দিশেহারা হয়ে পড়েন সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা। অভিযান শুরুর পর জরিমানা ও সিলগালা এড়াতে প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন অনেক মালিক ও স্টাফ।
ঢাকায় উত্তরা ও বনানীতে দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আলোকিত স্বদেশকে জানান, বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা পর্যন্ত জিরো টলারেন্স নীতি চলবে। এরপর সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালতি হবে। প্রয়োজনে অভিযান অব্যাহত থাকবে।