ঢাকা বিশ্ববিদ্যালয়:
হাইকোর্ট মোড়ে ছাত্রদলকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ মে) দুপরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়েল চত্বরসহ ক্যাম্পাসের সব পয়েন্টে অবস্থান নেয়। ছাত্রদল স্লোগান দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে হাইকোর্টের ভেতরে ঢুকিয়ে দেয়। এসময় দুই পক্ষের হাতেই লাঠিসোটা, দেশীয় অস্ত্র দেখা যায়।
এছাড়া কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকর্মী আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপরেই দোয়েল চত্বরে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৪০-৫০ জন আহত হয়।