আলোকিত স্বদেশ ডেস্কঃ
দেশের ক্রীড়াঙ্গনের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে চলছে বড় ধরনের সংস্কার। আজ মঙ্গলবার সেই সংস্কার কাজ পরির্দশন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
গত বছর জুলাইয়ের দিকে কাজ শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে কাজের অগ্রগতি হয়েছে। এই স্টেডিয়াম মূলত ব্যবহার করে ফুটবল ফেডারেশন ও অ্যাথলেটিক্স ফেডারেশন। আগামী বছর জুন-জুলাইয়ের মধ্যে এই স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেয়ার কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজের খোঁজ খবর রাখেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
১১০ কোটি টাকার বাজেট ছিল এই স্টেডিয়াম সংস্কারের জন্য। এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কাজ। রডের দাম বৃদ্ধির জন্য কিছু কাজ বিলম্ব হচ্ছে। বাজেটও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের অনেক নির্মাণ ও সংস্কার কাজে মান নিয়ে প্রশ্ন থাকে। ঠিকাদাররা সঠিকভাবে কাজ বুঝিয়ে দেন না। নিম্মমানের জিনিষ ব্যবহার করেন। জাতির পিতার নামে এই স্টেডিয়ামে এবারের সংস্কারের সেরা জিনিসই ব্যবহার করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরীক্ষামূলকভাবে দেশি ঘাস ব্যবহার হচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনায় বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে বারমুডা, রয়াল বেঙ্গল, ইয়াঙ্গুন এই তিন প্রজাতির মধ্যে দু’টো ব্যবহার করার অনুরোধ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের অনুরোধ মোতাবেক কাজ করবে। অ্যাথলেটিক্স ফেডারেশনের জন্য অ্যাথলেটিক্স টার্ফ এসেছে। কিছু দিনের মধ্যে টার্ফ স্থাপনের কাজ শুরু হবে।