খুলনা ব্যুরো :
খুলনায় এক লাখ ৬৭ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে র্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, খুলনার বড়বাজার এলাকার সিটি ব্যাংক গলিতে দুটি প্রতিষ্ঠানে এক লাখ ৬৭ হাজার লিটার সয়াবিন ও পাম অয়েল অতিরিক্ত মজুত করে রাখা হয়। পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুটি প্রতিষ্ঠানের ৬টি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় দুই প্রতিষ্ঠানকে।