আলোকিত রিপোর্ট:
চলতি মাসে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তবে এ কার্যক্রম আরও চার দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করেছে টিবিসি।
মঙ্গলবার টিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের ৩ ফেব্রুয়ারি থেকে টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে। এটি চলার কথা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মেয়াদ বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
টিসিবির এ কার্যক্রমে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হয়। এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। একজন ২ কেজি করে পণ্য এবং ২ লিটার তেল নিতে পারেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে ৪৫০টি ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে।