আলোকিত রিপোর্ট :
আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমলেও শীত বাড়বে না।
শুক্রবার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার নাগাদ ঢাকাসহ দেশের বেশ কটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে।
তিনি আরও বলেন, বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমলেও আগের মতো শীত অনুভূত হবে না। এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।