কক্সবাজারে আটকা ২০ হাজার পর্যটক

কক্সবাজার প্রতিনিধি:

গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসে আটকা পড়েছেন প্রায় ২০ হাজার পর্যটক।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (০৫ নভেম্বর) ভোরে কক্সবাজারে বেড়াতে এসে আটকা পড়েন তারা।

তবে অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় বিমানে কক্সবাজার ছেড়েছেন। অনেক আবার মাইক্রোবাস ও অন্যান্য ছোট যানবাহনে করে গন্তব্যে ফিরে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার বেড়াতে আসেন অন্তত অর্ধ লাখ পর্যটক। অনেকে আগের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে।

এদিকে যারা শুক্রবার ফিরে যাওয়ার সিডিউলে ছিলেন তারা এসেছিলেন আরও কয়েকদিন আগে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটকা পড়া পর্যটকের সংখ্যা প্রায় ২০ হাজার। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি।