বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এর আগে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে পারেন। তাই মা হওয়ার পর প্রয়োজনে অভিনয় ছাড়ার কথাও ভাবতে পারেন বলে জানান এ অভিনেত্রী। দীপিকা বলেন, তিনি বাচ্চা ভালোবাসেন, অনেকগুলো বাচ্চা চান।
জানা গেছে, চলতি মাস সেপ্টেম্বরে আসতে চলেছে দীপিকা ও রণবীরের প্রথম সন্তান। এখন দীপিকার সন্তান প্রসবের সম্ভাব্য দিন জানা গেছে। এ তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, সেপ্টেম্বরের ২৮ তারিখে সাউথ বম্বের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। দিপ্পি আপাতত হবু ছোট্ট সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত। দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এ সময়টায় বেশ উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি।
ওই ব্যক্তি নিউজ১৮-কে জানিয়েছেন— আশা করি দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন। প্রয়োজনে এই ছুটি নতুন বছরের মার্চ অবধি বাড়তে পারে। যদিও এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।
উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয়লীলা বানশালির ‘রামলীলা’র সেটে আলাপ হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। এরপর একের পর এক ছবিতে তারা কাজ করেছেন। ক্রমেই গাঢ় হয়েছে তাদের প্রেম। ২০১৮ সালে ইতালিতে তারা পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন। এরপর নানান ভালোমন্দের মধ্য দিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দীপবীর