রমজানে পণ্য সরবরাহ ও মূল্য ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে তাদের কঠোর নজরদারিতে রাখতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সচিবালয়ে ফিরে তিনি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
নতুন মন্ত্রিসভা গঠনের পর পরই চালের দাম বেড়েছে কেজিতে ৫-৮ টাকা পর্যন্ত। বাজারে প্রতিটি সবজির দামই বেড়েছে। মাছ-মাংসের দাম বেড়েছে। কিন্তু প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টার জন্য মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন। দেখেন কাল থেকে কী হয়। কালকে থেকে নিশ্চয়ই কার্যক্রম দেখবেন, আমি আশা করছি।’
সরকারি ক্রয়সহ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে মন্ত্রীদের কিছু নির্দেশনা দিয়েছেন। সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স থাকবে। সব মন্ত্রণালয়কে একই নীতি অনুসরণ করতে বলেছেন।’
বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মপরিকল্পনা করে তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।