ইনিংস পরাজয়ের পর শাস্তি পেল ভারত

সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই শাস্তির খবর পেল ভারত। স্লো ওভার রেটের কারণে রোহিত শর্মার দলকে শাস্তি দিয়েছে আইসিসি। এর ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা গেছে তাদের। একই সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই সিদ্ধান্ত দিয়েছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের ভিতর নির্দিষ্ট ওভার শেষ না করতে পারলে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেঞ্চুরিয়নে ইনিংস ও ৩২ রানে হারা ম্যাচে ভারত পিছিয়েছিল ২ ওভার। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যায়।
এ ম্যাচে হারের পর ২০২৩-২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের পয়েন্ট তালিকার শীর্ষ থেকে ভারত ৫ নম্বরে (৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট) নেমে গিয়েছিল। পয়েন্ট কাটা যাওয়ার সেটা হয়েছে এখন ৩৮ দশমিক ৮৯। এখন তাদের অবস্থান ছয়ে। একটিই ম্যাচ খেলে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা এখন তালিকার শীর্ষে।