আবাসন, কর্ম এবং সীমান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৫ হাজার বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে ৫২৭ জন অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশ করেছিলেন। এছাড়া ৫৫ শতাংশই ইয়েমেনি এবং ৪৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে সৌদি আরব ত্যাগ করতে গিয়েও গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। নীতিমালা ভঙ্গ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবহন, আশ্রয় প্রদান এবং চাকরি দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ধরনের নীতিমালা লঙ্ঘন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৪৬২ জন। তাদের মধ্যে ৩৬ হাজার ৭১৩ জন পুরুষ এবং ৭ হাজার ৭৪৯ জন নারী।
আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৯ হাজার ২১৮ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশন থেকে ভ্রমণের নথি পাওয়ার জন্য রেফার করা হয়েছিল। ১ হাজার ৭৪৮ জন এই নথি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন এবং ৮ হাজার ৫৮ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা প্রদান করেছে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে ১০ লাখ রিয়ালের বেশি। এছাড়া সহযোগিতার কাজে ব্যবহৃত পরিবহন ও আবাসনও বাজেয়াপ্ত করা হতে পারে।
মদিনায় মসজিদে নববির চত্বরে অবস্থিত মহানবী (সা.)’র পবিত্র রওজা শরিফ বা সমাধিস্থল আল রাওদা আল শরিফা জিয়ারতের সময় মুসল্লিদের যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে— সে সম্পর্কিত নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব নারী ও পুরুষ যাত্রী আল রাওদা আল শরিফায় প্রবেশ করবেন, প্রবেশের পর অবশ্যই উচ্চকণ্ঠে কথা বলা থেকে বিরত থাকতে হবে তাদের, যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে।
এছাড়া নবীর রওজা জিয়ারতের সময় সঙ্গে খাবার না রাখা এবং রওজার ছবি তোলা বা ভিডিও করা থেকেও বিরত থাকার পাশাপাশি প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ সময়ের অতিরিক্ত সময় রওজায় অবস্থান না করারও অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম নারী-পুরুষ হজ-ওমরাহর উদ্দেশে সৌদির মক্কায় আসেন। হজ-ওমরাহর পালনীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে যদিও নবীর রওজা জিয়ারত অন্তর্ভুক্ত নয়, তবে অনেক মুসল্লি হজ-ওমরাহ শেষে রওজা জিয়ারত করতে মসজিদে নববিতে যান।
গত ২৯ জুন ঈদুল আজহা শেষ হওয়ার পর শুরু হয়েছে চলতি বছরের ওমরাহ মৌসুম। এই মৌসুম থাকবে আগামী বছরের ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত।
চলতি মৌসুমে ওমরাহ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ কোটি নারী ও পুরুষ যাত্রী মক্কায় আসবেন বলে আশা করছে সৌদি।
সূত্র : গালফ নিউজ