প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

ডেস্ক নিউজঃ ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতি ও শুক্রবার স্মৃতিচারণ, আলোচনা সভা, ৪২ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোকচিত্র প্রদর্শনী, দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, কেক কেটে আনন্দ মিছিল, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশ সামনের দিকে এগিয়ে যাবেই, কেউই সে পথে বাধা হতে পারবে না। নিজের জন্মদিনে কোনো দিনই আনুষ্ঠানিকতা চান না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তবে সারা দেশে তার রয়েছে কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ী। তাই তিনি না চাইলেও এমনকি দেশে না থাকলেও বৃহস্পতিবার শেখ হাসিনার জন্মদিন পালনে কর্মসূচির এতটুকুও কমতি ছিল না। দিনভর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া ও মিলাদ মাহফিল, কেক কাটা, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা, দুস্থদের মধ্যে খাদ্য ও ভ্যান-রিকশা এবং দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে। এছাড়া আনন্দ শোভযাত্রা করে সাহস সংগ্রাম নেতৃত্বে অবিচল, বাঙালির উন্নয়ন-সমৃদ্ধির বাতিঘর, জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় নৈশভোজ আয়োজনের মাধ্যমে ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল এ আয়োজন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সফলতা কামনা করা হয়।

দোয়া ও মিলাদে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমানসহ কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের নেতারা।

এদিন, কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সকাল ৯টায় মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায়, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে এবং বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভা করে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।

এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভার আগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী। এছাড়া ঢাকাসহ সারা দেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীসহ দিবসটির তাৎপর্য অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল প্রমুখ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’ এই কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

দিনটি উপলক্ষ্যে সাত দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে নগর ভবনের ষষ্ঠতলায় ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে ৭৭ জন শিল্পীর আঁকা প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। বৃহস্পতিবার রাতে নগর ভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী ও মহাসচিব (প্রশাসন) প্রার্থী সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বাধীন স্মার্ট প্যানেলের পক্ষ থেকে তেজগাঁও শাহপন্থি শাহ মাজার হেফজো ও এতিমখানায় কুরআনখানি, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অধ্যক্ষ আবদুল আহাদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আরও বক্তব্য দেন মো. শাহাবুদ্দিন, আবুল কাশেম, শাহজাহান কমান্ডার, আবুল বাশার প্রমুখ।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নতরী উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বশির আহমেদ জয়।

ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে কোমলমতি শিশুদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসাবে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগ সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের উদ্যোগে শুক্রবার বিকালে সংগঠনের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মো. হেলালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ-লেখক মোনায়েম সরকার, শিক্ষাবিদ ড. মোয়াজ্জেম হোসেন, বিএসএমএমইউর সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান, সাংবাদিক শামীম চৌধুরী, মাহবুব কামাল, বিভুরঞ্জন সরকার, রাজনীতিবিদ মো, সহিদউল্লাহ, অ্যাডভোকেট সালমা হাই টুনি, দেলোয়ার হোসেন সরকার প্রমুখ।