আন্তর্জাতিক ডেস্কঃ ঢাকার কূটনৈতিক ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে একাধিক হাইপ্রোফাইল সফর নির্ধারিত রয়েছে, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা হতে পারে।
আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফরে আসছেন। এর চারদিন পরই ১১ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। এ দুটি সফরই ঢাকার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ প্রায় ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন। কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার ঘটনা এটাই হবে ইতিহাসে প্রথমবার।
এর মধ্যে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে অংশ নিতে ৮ সেপ্টেম্বর বিকেলে নয়াদিল্লি যাবেন। এ জোটের এবারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অতিথি দেশ হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।
ঢাকার কূটনৈতিক পাড়ার এই ব্যস্ততা নিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) বিশদ প্রতিবেদন করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু। এতে বলা হয়েছে, সম্প্রতি শেখ হাসিনা জোহানেসবার্গে ব্রিকসের সদস্যপদ নিয়ে আলোচনা শেষে ফেরার কয়েকদিন পরই ঢাকা সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এতে বলা হয়েছে, গণতান্ত্রিক অধঃপতনের অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাপের মুখে বাংলাদেশ। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নিষেধাজ্ঞা আরোপকারীদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে না গিয়ে ব্রিকস দেশগুলোর দিকে ঝোঁকার ইঙ্গিত দিয়েছেন তিনি।