আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ ইউক্রেনে রুশ সেনাদের গুলিতে সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু ও তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ গোলাবর্ষণে রোববার হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তারা।
আজ সোমবার পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ আগস্ট) দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন।
মন্ত্রী শায়রোকা বালকাতে হামলার পরের ছবি শেয়ার করেছেন। সেখানে দালান থেকে কালো ধোঁয়া এবং মৃতদের অস্পষ্ট দেহ দেখা যাচ্ছে। গোলাগুলিতে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।
জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিরোকা বালকায় হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে ‘নৃশংস’ হামলা বলেছেন।