বিনোদন ডেস্কঃ ‘প্রিয়তমা’ ছবিটির মাধ্যমে বাংলা সিনেমার জন্য নতুন পথ আবিষ্কার হয়েছে এমনটাই মনে করেন শাকিব খান। তিনি এতদিন এই স্বপ্নটাই দেখেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে এমনটাই জানান তিনি। ঈদের পরদিনই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। সেখান থেকে এক মাসেরও বেশি সময় পর দেশে ফিরলেন।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। সেখানে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন নায়ক।
আজ বৃহস্পতিবার বিমানবন্দরে নেমে শাকিব যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘‘আমি অনেক বছর থেকে একটা কথা বলতাম, একটা সময় বিশ্বের উন্নত দেশের মাল্টিপ্লেক্সগুলোতে হলিউড-বলিউড সিনেমার পোস্টারের পাশে আমাদের সিনেমার পোস্টার অফিসিয়ালি থাকবে। আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার ‘প্রিয়তমা’ ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাই ঘটেছে।’’
আরও বলেন, ‘‘আপনারা জানেন আমেরিকা-কানাডায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু ‘প্রিয়তমা’ও ছিল। যা বাংলা সিনেমার জন্য নতুন পথ আবিষ্কার হয়েছে। এই যাত্রা আরও অনেক দূর যাবে।’’
বিমানবন্দরে শাকিব খানকে উপহার তুলে দিচ্ছেন তার ঘনিষ্ঠ নির্মাতারানতুন কাজের বিষয়ে শাকিব খান জানালেন, ‘আগেও বলেছি, আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই। অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু অনেক ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আরও দুটি সিনেমা হাতে রয়েছে। আর কিছু দিন পর সব কাজের আপডেট জানাবো। মাত্র তো নামলাম।’’
প্রসঙ্গত, গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এরমধ্যে অপু-জয় ঢাকায় ফিরেছেন। এ নিয়ে গুঞ্জন উঠেছিল—আবারও এক হচ্ছেন শাকিব-অপু। তবে এ বিষয়ে শাকিব খান কোনও মন্তব্য করেননি।
‘প্রিয়তমা’ নির্মাতা হিমেল আশরাফ এবার শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন ‘রাজকুমার’।