নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি পাকিস্তানের দালাল পার্টি, এদের প্রতিহত করতে হবে। শনিবার বিকালে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
এ সময় বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন? বাংলাদেশে সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল।