যুক্তরাজ্যে ১৮ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থীদের গণিত পড়তে হবে বাধ্যতামূলক । এমন পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিবিসি থেকে এই তথ্য নিশ্চিত করা গেছে।
জানা যায়, প্রধানমন্ত্রী ঋষি অগ্রাধিকারের ভিত্তিতে তার এই পরিকল্পনার কথা ঘোষণা করবেন। যুক্তরাজ্যে ধর্মঘট, জীবনযাত্রার ব্যয়–সংকট ও ন্যাশনাল হেলথ সার্ভিসের ওপর বিশাল চাপ সৃষ্টি হচ্ছে। এসব নিয়ে বছরের প্রথম বক্তব্যে কথা বলবেন ঋষি। সেখানে প্রধানমন্ত্রী ঋষিকে তার দক্ষতা ও দৃঢ়তা প্রমাণ করতে হবে। গেলো বছর রাজনৈতিক অস্থিরতার পর এখন দেশকে সামনে এগিয়ে যাওয়ার ধারণা দিতে হবে তাকে।