দীর্ঘদিন ধরেই অন্ধকারচন্ন ছিল তাহিরপুর উপজেলার অভ্যন্তরিন ও গুরুত্বপূর্ণ সড়ক গুলো। সেখানে ছিলনা আলোর সংযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনেই সেই সব গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা পরিষদের অভ্যন্তরিন সড়ক ভবন এলাকা এখন আলোকিত।
যেকারনে প্রশংসার ভাষছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এছাড়াও উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মযজ্ঞ ও ব্যতিক্রমি কাজের জন্য সবার মুখে মুখে আর
তার একান্ত চেষ্টা ও উপজেলা পরিষদের অর্থ্যায়নে এই কাজটি সম্পন্ন করা হয়েছে।
জানা যায়,উপজেলার পরিষদের অভ্যান্তরিন ভবন, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসত। এছাড়াও উপজেলা পরিষদ সীমানা দেয়াল না থাকায় পরিষদের ভবন গুলো ছিল অরক্ষিত। এই কারনে চুরির ঘটনা ঘটেছে। অন্ধ্যাকারের মধ্যে আবাসিক এলাকা ও জরুরি প্রয়োজনে আসা যাওয়া করাটা ছিল ঝুঁকি পূর্ণ।
উপজেলা পরিষদ এলাকার শ্যামল, শাকিলসহ স্থানীয় বাসিন্দারা জানান, কিছু দিন আগেও উপজেলা পরিষদ চিত্র ছিল অন্যরকম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপজেলার চিত্রটাই পাল্টে গেছে সন্ধ্যা নামার পর থেকে। লাল সবুজের আলোর আলোকিত এখন উপজেলা পরিষদ আর অন্ধকার নেই। খুব ভাল লাগে এখন দেখতে। যেন প্রান ফিরে পেয়েছে উপজেলা। তবে সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত বাতি গুলো জ্বলে বাকি সময় বন্ধ থাকে। সময় বৃদ্ধি করা প্রয়োজন।
উপজেলা পরিষদ এলাকার দোকানী অপুসহ বিভিন্ন দোকানী ও ব্যবসায়ীরা জানান,আগে আমাদের দোকানের সামনে অন্ধকার দূর করার জন্য নিজেরাই বৈদ্যুতিক বাতির আলোর ব্যবস্থা করতাম। এখন আলোকিত সড়ক সেই আলোয় আমাদের দোকান গুলোও আলোকিত হয়। এই কাজটি সত্যিই প্রশংসনীয়।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান,উপজেলা পরিষদের অর্থ্যায়নে আলোকিত করা হয়েছে উপজেলা পরিষদ এলাকা। আগে চারপাশ অন্ধকার থাকত যে কেউ ভয় পেত এখন সবাই মনে সাহস নিয়ে চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ রুপকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য সাহসী অভিযাত্রী দেশরত্ন প্রিয়নেত্রী শেখ হাসিনার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট সুস্থ সুন্দর বর্ণাঢ্য কর্মময় আলোকিত নিরাপদ দীর্ঘ জীবন প্রার্থনা করি।