পিকে হালদার আরও ১০ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত, এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার কোটি টাকা লোপাটের মূলহোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে আরও ১০ দিনের রিমান্ডে দিয়েছে কলকাতার একটি আদালত।

তিন দিনের রিমান্ড শেষে পিকে হালদারকে মঙ্গলবার কলকাতার আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরে বিচারকরা তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, সকালে ইডির কার্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পিকেসহ ৫ জনকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে পিকের ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

এ ছাড়া পিকের স্ত্রীকে ১০ দিনের জন্য বিচারিক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।