আলোকিত রিপোর্ট:
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনার বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।
এ ঘটনায় রোববার ভোর ৬টায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমসের পক্ষ থেকে একটি মামলা করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নারগিস।
তিনি জানান, এটি পরিত্যক্ত হিসেবে মামলায় উল্লেখ করা হয়। মামলায় কোনো আসামির বিষয়ে উল্লেখ করা হয়নি।