কমে আসছে শীত

আলোকিত ডেস্ক:

তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের  কমে এসেছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫, যা গতকাল বুধবার ছিল দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪, আজ ১৭ দশমিক ২, ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৫, আজ ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ছিল ১৬ দশমিক ৬, আজ ১৫ দশমিক ৫, সিলেটে ছিল ১৪ দশমিক ৭, আজ ১৫ দশমিক ৪, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৯, আজ ১৩ দশমিক ৫, রংপুরে ছিল ১১ দশমিক ৫, আজ ১২ দশমিক ৮, খুলনায় ছিল ১৪ দশমিক ৫, আজ ১৮ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১২ দশমিক ৬, আজ ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।