আলোকিত রিপোর্ট:
রাজধানীর বসুন্ধরা এলাকায় ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এবং মহাখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো -ইশতিয়াক আমিন ফুয়াদ, তার স্ত্রী কথিত আরজে সাইমা নীরা ও সাদমান সাকিব।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত ১০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন সেই ট্রান্সজেন্ডার নারী।
পরবর্তী সময়ে বসুন্ধরা এলাকায় সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে ভাটারা থানায় ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন ওই ট্রান্সজেন্ডার নারী।