আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানিতে বুধবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৩২৩ জন। বুধবার এই সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়েছে। এটি দেশটিতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছেনি আর মে মাস থেকে টিকা বাধ্যতামূলক করা হতে পারে।
সংক্রামক রোগ বিষয়ক রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, জার্মানিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লাখ ৮৬ হাজার ৮৫০ জনে। বুধবার নতুন করে ২৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৮১ জনে।
সূত্র: রয়টার্স