ইমরুলের কাঁধে কুমিল্লার নেতৃত্ব

স্পোর্টস ডেস্ক :

কুমিল্লার অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজমেন্ট সূত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, পারভেজ ইমনদের সঙ্গে রয়েছেন ফাফ দু প্লেসি, মঈন আলী ও সুনীল নারাইনের মতো বিদেশি তারকারা।

২০১৯ সালে ইমরুলের নেতৃত্বেই কুমিল্লা শিরোপা জিতেছিল। সে কারণে তার ওপর এবারও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।