আলোকিত রিপোর্ট:
ইউনানী-আয়ুর্বেদিক শিল্পের অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে ।
সিলেটের শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে হামদর্দের নতুন প্রোডাক্ট বদহজম নিরাময়ে কার্যকর আমলাসিয়া ও বাংলাদেশে প্রথম প্রাকৃতিক উপাদানে প্রস্তুত এন্টিসেপটিক ক্রিম নিমেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি উদ্যোক্তা, হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হার“ন ভূঁইয়া ।
ড. হাকীম মো. ইউছুফ হার“ন ভূঁইয়া বলেন, গুণগত মানে শতভাগ যাচাই বাছাই করে ওষুধ উৎপাদন করে হামদর্দ। আশাকরছি নতুন আর্কষণ হিসেবে আমলাসিয়া ও নিমেন্ট মানুষের রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিনী অধ্যাপক কামর“ন নাহার পলিন।
এ সময় তিনি বলেন, রোগ নিরাময়ে বাংলাদেশে নিরব বিপ্লব তৈরি করেছে হামদর্দের ওষুধ। এখন প্রয়োজন হামদর্দের ওষুধের তথ্যগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়া।
লঞ্চিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, মানুষের সেবায় বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছে হামদর্দ। এর ধারাবাহিকতায় হামদর্দ বাজারে আনলো আমলাসিয়া ও নিমেন্ট।
অনুষ্ঠানে হামদর্দের বিপণন বিভাগের ঊর্ধতন কর্মকর্তাসহ সিলেট অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।